সিলেটে শাহাবুদ্দিন নামে এক ছাত্রলীগ নেতাকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত শাহাবুদ্দিন বালাগঞ্জ উপজেলার চাম্পারকান্দি গ্রামের সুরমান আলীর ছেলে এবং দেওয়ানবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
বালাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) গাজী আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন