সিলেট নগরীর দরগা গেইটে একটি হোটেলে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে এক তরুণী। এ ঘটনায় পুলিশ হোটেল থেকে ওই তরুণী ও তার প্রেমিককে আটক করেছে।
সোমবার ভোর রাতে হযরত শাহজালাল (রহ.) দরগাগেইট এলাকার হোটেল কোরোশীর ২০৪ নম্বর রুম থেকে তাদের আটক করে।
আটকরা হলেন- কাতার প্রবাসী দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিলাম ইউনিয়নের আবদুল মতিনের ছেলে আবদুল মালেক এমরান (৩০) ও তার প্রেমিকা সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের বাহুবল এলাকার এক তরুণী।
পুলিশ জানায়, প্রেমের টানে এমরানের হাত ধরে পালিয়ে আসে ওই তরুণী। গত ২৩ মার্চ স্বামী-স্ত্রী পরিচয়ে তারা হোটেলে ওঠে। গত সোমবার তারা বিয়ে করার কথা ছিল। কিন্তু এমরান সময়ক্ষেপণ করলে দু'জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে সোমবার ভোর রাতে প্রেমিকা আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ এসে প্রেমিক যুগলকে আটক করে থানায় নিয়ে যায়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানান, প্রেমিক যুগলকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/০১ এপ্রিল ২০১৯/আরাফাত