সিলেটের গোলাপঞ্জের ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লুৎফুর রহমান মাস্টারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
রবিবার দিবাগত রাত উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, লুৎফুর রহমান বাড়িতে একা ছিলেন। রাত ২টার দিকে ৮-১০ জনের ডাকাত দল বাড়িতে হানা দেয়। ডাকাতরা ঘরে ঢুকে লুৎফুর রহমানকে মারধর করে বাথরুমে আটকে রাখে। পরে ডাকাতরা নগদ দুই লাখ টাকা, ২৫ ভরি স্বর্ণালঙ্কার ও ২টি মোবাইল ফোন লুটে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের গ্রেফতারে পুলিশের তৎপর রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন