হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে গোয়ালঘর (গরুর ঘর) থেকে আব্দুল কাদির (৩৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে সাড়ে ১০টার দিকে ইউনিয়নের হোসেনপুর গ্রামে থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত কাদির একই গ্রামের মৃত আমীর উদ্দিনের ছেলে।
মৃতের পরিবার জানায়, গরু চুরির আশঙ্কায় মঙ্গলবার রাতে গোয়ালঘরে গিয়ে ঘুমান কাদির। সকালে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে জানা যাবে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু।
বিডি প্রতিদিন/এনায়েত করিম