হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নীলু সূত্রধর (৬০) নামে এক নারী নিহত ও তার মেয়ে শিল্পী সূত্রধর (৩০) আহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাতে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইছবপুর গ্রামে ঘরে ঢুকে তাদের ছুরিকাঘাত করা হয়।
নিহত নীলু সূত্রধর ওই গ্রামের মৃত চানমনি সূত্রধরের স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিধবা নীলু সূত্রধরের একমাত্র ছেলে জীবন কুয়েত প্রবাসী। জীবনের স্ত্রী হ্যাপী সূত্রধরকে নিয়ে বাড়িতে থাকতেন তিনি। প্রায় ১০ দিন ধরে হ্যাপী একই উপজেলার ভুবরবাগ গ্রামের পিত্রালয়ে বেড়াতে গেছেন। এজন্য মায়ের পাশে থাকার জন্য ছোট মেয়ে শিল্পী পিত্রালয়ে আসেন। রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা নীলু সূত্রধরের ঘরে প্রবেশ করে মা-মেয়ে দু’জনকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই নীলু সূত্রধরের মৃত্যু হয়। এসময় মেয়ে শিল্পীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় শিল্পীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ আলম চৌধুরী জানান, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম