‘এই মহানগরী আমার-আপনার-সবার। আসুন এই মহানগরীকে সকলে মিলে সুন্দর রাখি’ এমন আহবানে সিলেট নগরীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে বুধবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযান চলবে পুরো মাস। অভিযানে অংশ নিচ্ছেন ৬২০ জন শ্রমিক।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে গতকাল সকালে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগর ভবন থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হযরত শাহজালাল (রহ.) মাজার গেইট এলাকায় গিয়ে শেষ হয়। এসময় মাজার এলাকা থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিসিক মেয়র।
এসময় আরিফ বলেন, আমাদের এই অভিযান মাসব্যাপী চলবে। ডুবা, নালা-নর্দমায় ময়লা রেখে ওষুধ মারলেও কাজ হবে না। তাই এই অভিযানের পর মশানিধন অভিযান শুরু হবে।
সিসিক জানিয়েছে, মাসব্যাপী অভিযানে ৬২০ জন শ্রমিক পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিচ্ছে। তন্মধ্যে ২৭টি ওয়ার্ডে ১০ জন করে ২৭০ জন শ্রমিক কাজ করবে। বাড়তি রয়েছেন আরো ১০০ শ্রমিক। এর সাথে সিসিকের নিয়মিত আরো ২৫০ জন শ্রমিক মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে কাজ করছেন।
অভিযানের উদ্বোধনে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, আজম খান, সওকত আমীন তৌহিদ, তারেক উদ্দিন তাজ, আবুল কালাম আজাদ লায়েক, সিসিকের ভারপ্রাপ্ত সচিব নুর আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার