বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে দলের সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে আফরোজা আব্বাস সভাপতি ও সুলতানা আহমেদ সাধারণ সম্পাদক হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন।
২৬৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের পাঁচ নেত্রী। তারা হচ্ছেন- সহ-সভাপতি পদে সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক ভিপি সামিয়া চৌধুরী ও নারীনেত্রী পাপিয়া চৌধুরী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে সিলেট ল’কলেজের সাবেক ভিপি ও সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র অ্যাডভোকেট রোকশানা বেগম শাহনাজ, সহ সাংগঠনিক সম্পাদক পদে সাবেক কাউন্সিলর আমেনা বেগম রুমি এবং সদস্য হয়েছেন সাবেক কাউন্সিলর সালেহা কবীর শেপি।
কেন্দ্রীয় মহিলা দলের কমিটিতে স্থান পাওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন সিলেট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম