পাশে খোলা নর্দমা আর ময়লা আবর্জনার স্তুপ। আর এমন নোংরা পরিবেশে ভেতরে চলছে ‘রাজমহল’ নামক প্রতিষ্ঠানের মিষ্টান্নজাতীয় খাদ্যসামগ্রী প্রস্তুত। আজ প্রতিষ্ঠানটির বাহির ও ভেতরের এমন দৃশ্য দেখে হতবাক মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা। সাথে সাথে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।
শুধু নোংরা পরিবেশ নয়, রাজমহলের কারখানার একাংশ নির্মাণ করা হয়েছে সড়ক ও জনপথের জায়গায়। ভ্রাম্যমাণ আদালত কারখানার অবৈধ ওই অংশও গুড়িয়ে দিয়েছে।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, সোমবার দক্ষিণ সুরমায় অবৈধ স্থাপনা উচ্ছেদে যান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। শতাধিক স্থাপনাও উচ্ছেদ করা হয়। রাজমহলের কারখানায় যাওয়ার পর নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদনের কারণ জানতে চাইলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ও কর্মচারীরা উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে রাজমহলের কারখানায় পরিবেশ দূষণের অভিযোগ নিয়েও আসেন স্থানীয় লোকজন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা ও কারখানার অবৈধ অংশ ভেঙে ফেলা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার