কাঙ্খিত দাম না পাওয়ায় প্রায় পাঁচ মণ ওজনের বাঘাইড় মাছটি একসাথে বিক্রি করেননি বিক্রেতা। অবশেষে সোমবার সকালে মাছটি কেটে ভাগে নগরীর লালবাজারে বিক্রি করা হয়েছে।
প্রতিকেজি মাছ দুই হাজার থেকে আড়াই হাজার টাকা দরে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতা মো. মখলিছ মিয়া। তিনি জানান, সবমিলিয়ে মাছটি ২ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
এরআগে গতকাল রবিবার সকালে জকিগঞ্জের ডুবাইর চর এলাকায় কুশিয়ারা নদীতে ধরা পরে মাছটি। রবিবার সারাদিন মাছটি একসাথে বিক্রির জন্য বাজারে রাখা হলেও কাঙ্খিত দাম না পাওয়ায় কেটে বিক্রি করতে হয়।
বিডি প্রতিদিন/হিমেল