সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য রুবি ফাতেমা ইসলাম আর নেই।
মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
কিছুদিন আগে গুরুতর অসুস্থ অবস্থায় রুবি ফাতেমা ইসলামকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আবারও তাকে সিলেটে ফিরিয়ে আনা হয়।
রুবি ফাতেমা সিলেট জেলা আওয়ামী লীগের প্রয়াত সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ তোফার স্ত্রী।
বিডি-প্রতিদিন/০৯ এপ্রিল, ২০১৯/মাহবুব