সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লুৎফুর রহমান (৫৫)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। হরিপুরের গ্যাস ফিল্ডস্থ বাসা থেকে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত লুৎফুর রহমান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা। লুৎফুর রহমান ২০১৮ সালের ৮ এপ্রিল সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন।
স্থানীয়রা জানান, প্রতিদিন সকাল ৯টায় সিলেট ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী লুৎফুর রহমান অফিসে আসেন। বুধবার সকাল ১০টায় অফিসে না আসায় অফিসের লোকজন তার বাসায় খোঁজ নেন। এসময় বাসায় লুৎফুর রহমানের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। গ্যাসফিল্ডের বাসভবনে তিনি একা থাকতেন। লুৎফুর রহমানের এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার স্ত্রী ঢাকায় থাকেন।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মাইনুল জাকির বলেন, খবর পেয়ে পুলিশ লুৎফুর রহমানের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৯/আরাফাত