সিলেটে ছাত্রলীগ ক্যাডারদের হামলায় আহত হয়েছেন যুক্তরাজ্য তিন প্রবাসী। এ ঘটনায় এ ক্যাডারকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর জিন্দাবাজার জল্লারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নগরীর বালুচর এলাকার সফিক উদ্দিনের ছেলে হাসান (২৪), একই এলাকার বশির উদ্দিনের ছেলে ইমন (১৮) ও গয়াস মিয়ার ছেলে নাহিয়ান (১৮)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টায় জল্লারপাড়স্থ পাঁচ ভাই রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে বের হন তিন প্রবাসী। এসময় তাদেরকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলতে থাকেন কয়েকজন যুবক। এর প্রতিবাদ করলে একদল যুবক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত তিন প্রবাসী। এসময় প্রবাসীদের একটি প্রাইভেট কারও ভাঙচুর করা হয়। রাতেই তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার দুপুরে তারা চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।
কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া জানিয়েছেন, হামলাকারীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি পিযুষ কান্তি দে’র অনুসারী ছাত্রলীগ ক্যাডার। হামলার ঘটনায় পলাশ নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/এ মজুমদার