হবিগঞ্জের জেলার আজমিরীগঞ্জে খেলার ছলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মনা মিয়া (১৪) নামের এক কিশোরকে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মধ্যপাড়া থেকে আটক করেছে পুলিশ। মনা মিয়া মধ্যপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিশুটির বাবা মারা গেছেন। তার মা ঢাকায় গার্মেন্টেসে চাকরি করায় দুই ভাই-বোন একই গ্রামের নানাবাড়িতে থাকতো। বৃহস্পতিবার দুপুরে মনা ওই মেয়েকে খেলার ছলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটি চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে মনা পালিয়ে যায়। পরে শিশুটিকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/মাহবুব