প্রতি বছর ঈদুল আজহা এলে পশুর হাটগুলোতে বড় আকারের গরু দেখা যায়। এসব গরুর থাকে বাহারি নাম। মূল্যও থাকে আকাশছোঁয়া। ব্যতিক্রম নয় এবারও। সিলেটের প্রধান পশুর হাট কাজীরবাজারে এবার বিরাট আকৃতির বেশ কিছু গরু দেখা যাচ্ছে। শুক্রবার সন্ধ্যায় হাটে গিয়ে দেখা যায়, ‘সম্রাট’ নামের একটি ষাঁড়। গরুটির মালিক রফিকুল ইসলাম শান্তর বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াইয়ে। তিনি জানান, ‘সম্রাট’র ওজন প্রায় ৪০ মণ। এটি বিক্রি করতে ১৬ লাখ টাকা দাম চাইছেন তিনি। তবে ক্রেতারা শুক্রবার পর্যন্ত ৭ লাখ টাকা পর্যন্ত দাম উঠিয়েছেন।
বিডি-প্রতিদিন/শফিক