সিলেটে সাপের কাপড়ে কবির মিয়া (৪০) ও রুবি বেগম (২৬) নামে দু’জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী গ্রামের আবদুল মানিকের ছেলে কবির মিয়া (৪০) ও সিলেট সদর উপজেলার শাহপরাণ এলাকার হাতুড়া গ্রামের শুয়েব মিয়ার স্ত্রী রুবি বেগম (২৬)। এর মধ্যে, কবির মিয়া সিলেট শহরতলীর মেজরটিলায় বসবাস করতেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, কবির মিয়াকে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। অপরদিকে রুবি বেগমকেও সকালে নিয়ে আসা হয় ওসমানী হাসপাতালে। জরুরি বিভাগেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/শফিক