সিলেটে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে জুয়াড়িসহ ৭ জনকে আটক করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, গত বুধবার দিবাগত রাত সোয়া ১১টায় দক্ষিণ সুরমার জৈনপুর থেকে ৪ জুয়াড়িকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সোহেল মিয়া, আব্দুল কাদের, বলোরাম রায় ও শফিকুল ইসলাম। ওইদিন রাত সাড়ে ১০টায় সুরমা মার্কেটের সামনে থেকে ওয়ারেন্টুভুক্ত আসামি জুয়েল আহমদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মৌলভীবাজারের রাজনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা আছে। এছাড়া রাত সোয়া ১১টায় নগরীর পূর্ব দরগাহ গেইট এলাকা থেকে তিন কেজি গাঁজাসহ মোক্তার হোসেন নামের এক যুবককে আটক করে র্যাব।
সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, গত বুধবার দিবাগত রাত ৯টার দিকে মেজরটিলা এলাকা থেকে ১৯ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ মঞ্জু আহমদ নামের এক চোরাকারবারিকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার