সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকা থেকে সাগর বিশ্বাস নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সিলেট-তামাবিল মহাসড়কে গ্রিনপার্কের সামনের একটি নালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ সজিব মিয়া নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নিহত সাগর বিশ্বাস নেত্রকোণা জেলার মদন উপজেলার জাহাঙ্গীরপুরের শান্ত দাসের ছেলে। তবে বাবা-মায়ের সাথে দীর্ঘদিন ধরে জাফলংয়ের মোহাম্মদপুর এলাকায় বসবাস করছিল সে।
জানা গেছে, গত বুধবার সন্ধ্যার পর সাগরকে ডেকে নিয়ে যায় সজিব। এরপর রাতে আর বাড়ি ফিরেনি সাগর। সকালে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার