যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার সিটির মেয়র ও সাবেক সাংসদ অ্যান্ডি বার্নহ্যামসহ একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছে। বৃহস্পতিবার বিকালে এ প্রতিনিধি দল সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে বৈঠক করে। নগর ভবনে মেয়রের কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ম্যানচেস্টার সিটির মেয়রের সাথে ছিলেন যুক্তরাজ্যের ওল্ডহাম কাউন্সিলের ডেপুটি লিডার আবদুল জব্বার এমবিই, দেশটির সীমার্ক গ্রুপের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই, এমআইডিএএস বিজনেস ডেভলাপমেন্ট ডিরেক্টর ড্যানিয়েল স্টোর, প্রকল্প ব্যবস্থাপক নিকোল স্ট্রিকল্যান্ড ও ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি রাহিন এম চৌধুরী। অন্যদিকে সিসিকের পক্ষে বৈঠকে প্যানেল কাউন্সিলর তৌফিক বকস লিপন, রেজওয়ান আহমদ, ছয়ফুল আমীন বাকের, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, সিসিকের সচিব মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানান, যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটি মেয়রসহ ৬ সদস্যের প্রতিনিধি দল এই প্রথম সিসিকে আসেন। তাদের সাথে সৌজন্য বৈঠক হয়েছে। বৈঠকে উভয় সিটির মধ্যে সম্পর্কের উন্নয়নে কাজ করার বিষয়ে একমত হয়েছি আমরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার