সিলেট জেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর আগে, সিলেটের ৭টি উপজেলায় সম্মেলনের মাধ্যমে হবে কমিটি। বাকি ৬টি উপজেলায় থাকা আংশিক কমিটি পূর্ণাঙ্গ হবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সভায় গত বুধবার অনুষ্ঠিত বর্ধিত সভার পর্যালোচনা করা হয়। সিলেট জেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জগলু চৌধুরী জানান, কার্যনির্বাহী কমিটির সভায় আগামী ৫ ডিসেম্বর জেলার সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের সাথে কথা বলে বিষয়টি চূড়ান্ত করা হবে। তিনি জানান, জেলা আওয়ামী লীগের সম্মেলনের আগে নভেম্বরের মধ্যেই সিলেটে ৭টি উপজেলায় সম্মেলন করে কমিটি গঠন করা হবে।
জগলু চৌধুরীর দেওয়া তথ্যানুসারে, আগামী ৩১ অক্টোবর বালাগঞ্জ উপজেলা, ১ নভেম্বর সিলেট সদর উপজেলা, ৫ নভেম্বর কোম্পানীগঞ্জ, ৭ নভেম্বর বিয়ানীবাজার, ৯ নভেম্বর দক্ষিণ সুরমা, ১০ নভেম্বর কানাইঘাট ও ১৪ নভেম্বর গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। জগলু চৌধুরী আরও জানান, বাকি ৬টি উপজেলায় আংশিক কমিটি আছে। সেগুলো নভেম্বরের মধ্যে কেন্দ্রের সাথে আলাপ করে পূর্ণাঙ্গ করা হবে।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভায় সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী, আশফাক আহমদ, মাসুক উদ্দিন, শাহ ফরিদ উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক সুজাত আলী রফিক, নাসির উদ্দিন খান উপস্থিত ছিলেন।
এছাড়াও সম্পাদকমন্ডলীর সদস্য শাহ মুশাইদ আলী, মোহাম্মদ আলী দুলাল, সাইফুল আলম রুহেল, হাজী রইছ আলী, এডভোকেট মাহফুজুর রহমান,হাজী ফারুক আহমদ, মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, নাজনীন হোসেন,কবির উদ্দিন আহমদ, এমাদ উদ্দিন মানিক, জগলু চৌধুরী,মোস্তাক আহমদ পলাশ এবং কার্যনির্বাহী সদস্য নুরুল আমিন, মোহাম্মদ ইব্রাহিম, মোস্তাকুর রহমান মফুর, এ আর চৌধুরী সেলিম, লোকমান উদ্দিন চৌধুরী, আবু জাহিদ, আব্দুল মুমিন চৌধুরী, হাজী মঈনুল ইসলাম, এডভোকেট আজমল আলী, আবদাল মিয়া,শাহাদত রহিম চৌধুরীদ, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর উপস্থিত ছিলেন সভায়।
বিডি-প্রতিদিন/শফিক