সিলেট নগরীর শাহপরান থানাধীন ইসলামপুর বাজার থেকে ৩ হাজার ৩৮৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শুক্রবার সকাল সোয়া ১১টায় মহিম উদ্দিন (৩৪) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
মহিম উদ্দিন সিলেটের জকিগঞ্জ উপজেলার মাদারখাল গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, মহিম উদ্দিন পেশাদার মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবাসহ শাহপরান থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন