সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে হত্যার হুমকিদাতাকে চিহ্নিত করেছে পুলিশ। হুমকিদাতা ওই ব্যক্তি ঢাকার শাহ আলী মিরপুরের মো. শাহিন। তার ঠিকানা যাচাই করে গ্রেফতারে শাহ আলী ও মিরপুর থানা পুলিশের সহযোগিতা চেয়েছে সিলেটের পুলিশ।
জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর সকালে ০১৭১২১৩২৫৯৮ ও ০১৯২১৮৭৪৬৮১ নম্বর থেকে মেয়র আরিফের ব্যক্তিগত নম্বরে কল করে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় মেয়রের পক্ষে সিসিকের জনসংযোগ কর্মকর্তা কোতোয়ালী থানায় জিডি করেন।
পুলিশ জানায়, জিডি দায়েরের পর কল ট্র্যাকিংয়ের মাধ্যমে হুমকিদাতার ওই নম্বর দুটির অবস্থান ঢাকার সাভারে চিহ্নিত করা হয়। পরবর্তীতে আদালতের অনুমতি নিয়ে যে এনআইডি (জাতীয় পরিচয়পত্র) দিয়ে উভয় নম্বর রেজিস্ট্রেশন করা হয়েছে, সে এনআইডির তথ্য সংগ্রহ করে পুলিশ।
জিডির তদন্ত কর্মকর্তা নগরীর কোতোয়ালী থানার এসআই কামাল উদ্দিন আজ শুক্রবার বিকালে বাংলাদেশ প্রতিদিনকে জানান, যে নম্বর দুটি থেকে হুমকি দেওয়া হয়, এনআইডি অনুসারে সে নম্বরগুলোর মালিক ঢাকা উত্তর সিটি করপোরেশনের শাহ আলী মিরপুর ৮নং ওয়ার্ডের মো. শাহিন (৫২)। তার বাবা আফজাল হোসেন ও মা রহিমা খাতুন। শাহিনের ঠিকানা যাচাই ও তাকে গ্রেফতারে শাহ আলী ও মিরপুর থানার সহযোগিতা চাওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ