সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান অ্যাডভোকেট বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের প্রত্যেকটি মানুষকে নিজেদের যোগ্যতা অনুযায়ী জনশক্তিতে রূপান্তরিত করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকার। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আওয়ামী লীগ কাজে বিশ্বাসী, তাই সরকারের গ্রহণ করা সকল প্রকল্পগুলো যেন সততা ও নিষ্ঠার সাথে বাস্তবায়িত হয়, সেদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে স্বজাগ দৃষ্টি রাখতে হবে।
শনিবার দুপুরে জেলা পরিষদের অর্থায়নে ৩নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য সুষমা সুলতানা রুহির উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার অসহায় ও সুবিধাবঞ্চিত ২০ জন নারীদেরকে সেলাই প্রশিক্ষণ প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলার সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের ফখরুল ইসলামের বাড়িতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে ও জেলা পরিষদের সিইও একেএম কামারুজ্জামান মাসুমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সদর ইউনিয়ন পরিষদের মেম্বার জহুর আলী, প্রশিক্ষণের প্রশিক্ষক কাইট্স মাসুদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জানাইয়া গ্রামের ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, প্রচার সম্পাদক নিখিল পাল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসনা বেগম, যুবলীগ নেতা ফজলুর রহমান, জাবেদ মিয়া, ইকবাল আহমদ, সাইদুল ইসলাম, মহানগর ছাত্রলীগ নেতা সাফায়েত খান, সংগঠক সাহেদ আহমদ শিপু প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা