মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে নবগঠিত সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি।
শনিবার আসরের পর হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন আহ্বায়ক কমিটির নেতারা।
এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলা আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, অ্যাডভোকেট আশিক উদ্দিন, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, সিদ্দিকুর রহমান পাপলু, মাজহারুল ইসলাম ডালিম, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, শামীম আহমদ, আহমেদুর রহমান চৌধুরী মিলু, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকী, সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
কার্যক্রম শুরুর বিষয়ে জেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আহ্বায়ক কমিটি তিন মাসের জন্য দায়িত্ব পেয়েছে। জেলা বিএনপির অধীনে ১৭টি ইউনিট আছে। এগুলোর মধ্যে যেগুলোতে প্রয়োজন, আমরা কমিটি পুনর্গঠন করবো। এছাড়া ইউনিয়ন পর্যায়ে যে কমিটিগুলো পুনর্গঠন করা প্রয়োজন, তা করা হবে। এরপর আমরা জেলার সম্মেলন আয়োজন করবো।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন