সিলেট জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি ও অঙ্গসংগঠনের ‘নিখোঁজ’ নেতাদের পরিবারের খোঁজ নিয়েছে।
সোমবার ‘নিখোঁজদের’ বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন কমিটির নেতারা।
বিএনপি নেতারা জানান, সোমবার সকালে প্রথমে ‘নিখোঁজ’ ইলিয়াস আলীর বাড়িতে যান তারা। প্রায় সাত বছর ধরে ‘নিখোঁজ’ থাকা বিএনপির এই সাবেক সাংগঠনিক সম্পাদকের মায়ের শারীরিক অবস্থার খোঁজ নেন আহ্বায়ক কমিটির নেতারা। পরে ছাত্রদল নেতা ‘নিখোঁজ’ ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও ইলিয়াসের গাড়িচালক আনসার আলীর বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নেন তারা।
এসময় সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মাজহারুল ইসলাম ডালিম, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম ও শামীম আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক গৌছ মিয়া, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন