সমাজ যখন অপসংস্কৃতিকে অস্থির, যুবকরা যখন ধাবিত হচ্ছে নেশার জগতে ঠিক তখনই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক ঝাক তরুণ-তরুণী বাঙ্গালীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখার ব্রতি নিয়েছে। তারা ‘অধ্যায়’ নামে একটি সংগঠন গড়ে তুলেছে।
তাদেরই আয়োজনে শুক্রবার সন্ধ্যায় জেলা পরিষদ হল রুমে ব্রিটিশ উপনিবেশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী মাহাত্মা গান্ধীর স্নেহধন্য সুহাসিনী দাস এবং বাউলসাধক ও লোককবি শাহ আব্দুল করিমের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়েছে। প্রামাণ্যচিত্র দুটি নির্মাণ করেছেন বিশিষ্ট নির্মাতা, লেখক ও সংগঠক নিরঞ্জন দে।
‘কেমনে চিনিব তোমারে’ শাহ আব্দুল করিমের নিজ কন্ঠে ৪৫ মিনিটের এই প্রামাণ্যচিত্রে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবন কর্মের চিত্র ফুটে উঠেছে। একই ভাবে ‘নিভৃতচারিনী’ সুহাসিনী দাসের ৪৫ মিনিটের এই প্রামাণ্যচিত্রে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনকর্ম, দেশপ্রেম ও মানব প্রেমের চিত্র ফুটে উঠেছে।
প্রামাণ্যচিত্র প্রদর্শনীর শেষে অধ্যায় এর সদস্য সানজিদা ও সুদিপ্তর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনায় অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন নির্মাতা নিরঞ্জন দে, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব দেবাশিষ চৌধুরী রাজা, প্রভাষক জলি পাল, কবি ও শিক্ষক জহিরুল ইসলাম মিঠু, সাংবাদিক এসকে দাস, অধ্যায় সদস্য মারুফ, সাংবাদিক ও লেখক আহমাদ সেলিম, সাংবাদিক ও লেখক সনজয় নাথ সঞ্জু, ব্রতচারী লেখক ও সংঘঠক বিমান তালুকদার প্রমূখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন