জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ২০১৮ সালে সিলেটে পাসের হার ছিল ৭৯.৮২ ভাগ। ২০১৭ সালের পাসের হার থেকে তা ছিল প্রায় ১০ ভাগ কম। ওই ফলাফলে হতাশ ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক সবাই। তবে এবার হতাশা ঝেড়ে ফেলে জেএসসি পরীক্ষায় পাসের হারে উল্লম্ফন ঘটেছে সিলেট বোর্ডে। এবার পাসের হার ৯২.৭৯ ভাগ; যা ২০১৮ এর চেয়ে প্রায় ১৩ ভাগ বেশি।
শুধু পাসের হারই নয়, এবার জিপিএ-৫ এর সংখ্যা এবং শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে দ্বিগুণেরও বেশি। এ ফলাফলে খুশির জোয়ার বইছে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে। এদিকে, ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনীতে (পিইসি) সিলেটে পাসের হার ৯৩.৪৯ এবং ইবতেদায়ীতে এ হার ৯৩.২৩ ভাগ।
মঙ্গলবার সারাদেশে জেএসসি, পিইসি ও ইবতেদায়ী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা গেছে, সিলেট শিক্ষা বোর্ডে ২০১৯ সালে জেএসসিতে অংশ নেয় এক লাখ ৫৩ হাজার ৫৯৯ শিক্ষার্থী। তন্মধ্যে পাস করেছে এক লাখ ৪২ হাজার ৫৩২ শিক্ষার্থী। এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৭৩ শিক্ষার্থী; যা আগের বছরের চেয়ে ২ হাজার ৭৫টি বেশি। এদিকে, জেএসসিতে এবার সিলেট বোর্ডে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ১৭৬টি; যা আগের বছর ছিল ৭১টি।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার জেএসসিতে সিলেট বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ায় মেয়েরা এগিয়ে রয়েছে। এবার ৬৫ হাজার ৭৭৩ জন ছেলে অংশ নিয়ে পাস করেছে ৬০ হাজার ৫৩৪ জন। ছেলেদের প্রাপ্ত জিপিএ-৫ হলো ১ হাজার ৫৩৮টি। অন্যদিকে ৮৭ হাজার ৮২৬ জন মেয়ে অংশ নিয়ে পাস করেছে ৮১ হাজার ৯৯৮ জন। তাদের প্রাপ্ত জিপিএ-৫ হলো ২ হাজার ২৩৫টি। এবারের ফলাফলে সিলেট বোর্ডের মধ্যে পাসের ও জিপিএ-৫ এর সংখ্যায় শীর্ষস্থানে আছে সিলেট জেলা। এ জেলায় পাসের হার ৯৩.৫১ এবং জিপিএ-৫ ১ হাজার ৭৫২টি। এর পরে আছে যথাক্রমে হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা। হবিগঞ্জে পাসের হার ৯২.৭৭ ও জিপিএ-৫ ৬৯৫টি এবং মৌলভীবাজারে পাসের হার ৯২.৫৫ ও জিপিএ-৫ ৯২২টি। সবার নিচে থাকা সুনামগঞ্জে পাসের হার ৯১.৯০ ও জিপিএ-৫ ৪০৪টি।
সিলেট বোর্ডের উপ-পরিচালক হাবিবা বাছিত বলেন, ‘ফলাফল আরো ভালো হতে পারতো। ইংরেজিতে শিক্ষার্থীরা একটু খারাপ করেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিষয়ভিত্তিক শিক্ষক স্বল্পতার কারণে শিক্ষার্থীরা কিছুটা খারাপ করেছে ইংরেজিতে। এ বিষয়ে আরো ভালো করতে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হবে।’
এদিকে, প্রাথমিক শিক্ষা সমাপনীতে সিলেট জেলায় এবার পাসের হার ৯৩.৪৯ শতাংশ। তন্মধ্যে ছেলেদের পাসের হার ৯৩.৪০ এবং মেয়েদের পাসের হার ৯৩.৫৮। পিইসিতে এবার সকল বিষয়ে ৬২ হাজার ২৪০ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৫৭ হাজার ৮১২ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ১০৪ জন। তন্মধ্যে ছেলে ২ হাজার ১১২ জন এবং মেয়ে ২ হাজার ৯৯২ জন। এছাড়া ইবতেদায়ীতে পাসের হার ৯৩.২৩ ভাগ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৯৩ জন। এদের মধ্যে ১০৪ জন ছেলে ও ৮৯ জন মেয়ে।
বিডি প্রতিদিন/এ মজুমদার