সিলেট নগরীর গোটাটিকর এলাকা থেকে অপহৃত এক যুবককে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে। গত মঙ্গলবার ঢাকার তুরাগ থানার আবদুল্লাহপুর এলাকা থেকে জাবেদুর রহমান নামের ওই যুবককে উদ্ধার করা হয়। সে সিলেটের মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার আখতার হোসেনের ছেলে। অপহরণের ঘটনায় আটক যুবককে বুধবার আদালতে হাজির করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে জাবেদ আর ফিরেনি। এ ঘটনায় ১ মার্চ মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরি করেন তার পরিবার। গত মঙ্গলবার অপহরণকারীরা ফোনে জাবেদের পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ফোন কলের সূত্র ধরে পুলিশ ঢাকার আবদুল্লাহপুর থেকে জাবেদকে উদ্ধার ও মো. রাব্বী (১৯) নামের এক অপহরণকারীকে আটক করে। মো. রাব্বী চাঁদপুর জেলার হাইমচর থানার উত্তর আলগী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
বিডি প্রতিদিন/এ মজুমদার