জনসমাগমে হাটে-ঘাটে, সাপের খেলা দেখিয়েই পেট চলে বেদে সম্প্রদায়ের। দু’মুঠো ভাতের আশায় মেয়েরাও ঝুলি নিয়ে ঘুরতো বাড়ি বাড়ি। করোনার প্রভাবে এখন বন্ধ আয়-রোজগার। খোলা মাঠে অস্থায়ী তাবুতে অসহায় সময় পার করছে তারা।
এ অবস্থায় সিলেটের বিশ্বনাথ উপজেলায় অবস্থান নেয়া বেদেদের খোঁজ-খবর করে, খাদ্য সহায়তা নিয়ে হাজির হন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম। আজ রবিবার বিকেল ৫টায় উপজেলার লামাকাজি এলাকার পার্শ্ববর্তী মাঠে ১৬টি বেদে পরিবারের হাতে তিনি তুলে দেন খাদ্য সামগ্রী। এছাড়াও লামাকাজি সড়কের দু’পাশের ১৮ জন দুস্থ মানুষের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের সহকারী পুলিশ সুপার ইমাম মোহাম্মদ সাদিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো. রফিকুল ইসলাম, বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ শামীম মুসা, ওসি (তদন্ত) রমা প্রশাদ চক্রবর্তী প্রমুখ।
এ বিষয়ে কথা হলে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চলমান সংকটে ভাসমান মানুষের (বেদে ও হিজড়া সম্প্রদায়) অবস্থা খুবই করুণ। আমাদের সাথে ভিডিও কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী ও ঢাকা রেঞ্জের ডিআইজি মহোদয়ও এ বিষয়ে গুরুত্বারোপ করেছেন। সেই লক্ষ্যে কাজ করছি আমরা। তাছাড়া কর্মহীন-অসহায় প্রান্তিক মানুষদেরও খাদ্য সহায়তা দিচ্ছে সিলেট জেলা পুলিশ।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ