সিলেটের দিরাই উপজেলার গোপালপুর গ্রামে খেলা রানী সরকার নামে এক শিক্ষিকার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়ে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত দুই দিন আগে দুপুর বেলায় প্রার্থনারত অবস্থায় শিক্ষিকা খেলা রানী সরকারের ওপর এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, গ্রামের একদল সন্ত্রাসী শিক্ষিকা খেলা রানী সরকারকে দেশীয় অস্ত্র (বল্লম) দিয়ে আঘাত করে। এতে তিনি আহত হন। বর্তমানে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন