সিলেট নগরীর উপশহরে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপশহর বি ব্লকের ১৮নং রোড থেকে হাফিজ মো. ইফজাল নামের ওই কলেজছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ। ইফজাল এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র ও কানাইঘাট উপজেলার কাপ্তানপুরের মৃত মো. কুতুব উদ্দিনের ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, হাফিজ মো. ইফজাল পরিবারের সাথে উপশহরের একটি বাসায় থাকতো। বুধবার রাতের খাবার খেয়ে সে তার রুমে ঘুমাতে যায়। পরদিন সকালে ঘরের মধ্যে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করেন। পরে ঘরের বাইরে তার লাশ পড়ে থাকতে দেখেন।
শাহপরাণ থানার ওসি আবদুল কাইয়ূম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ তদন্ত করে দেখছে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার