সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের কবরস্থানে লাশ রাখার ঘরের জানালার গ্রিলে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো রাসেল আহমদ (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা রাসেল আত্মহত্যা করেছেন। তিনি ঢাকার ডেমরা এলাকার শুক্কুর মিয়ার ছেলে।
শুক্রবার জুমার নামাজের পর শাহজালাল (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
শাহজালাল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আক্তারুজ্জামান পাঠান জানান, রাসেল আহমদ নামের ওই যুবক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার পকেটে থাকা মোবাইল নিয়ে পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন রাসেলের মানসিক সমস্যা আছে। কাউকে কিছু না জানিয়েই তিনি সিলেটে এসেছেন। তবে পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন