এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় আরও দুইজন গ্রেফতার হয়েছে।
রবিবার সন্ধ্যায় হবিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে র্যাব ও পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- শাহ মাহবুবুর রহমান রনি ও রবিউল ইসলাম।
রবিবার সন্ধ্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে মামলার ৩নং আসামি শাহ মাহবুবুর রহমান রনিকে গ্রেফতার করে। এছাড়া সন্ধ্যায় হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি রবিউল ইসলামকে গ্রেফতার করে।
এর আগে রবিবার সকালে সুনামগঞ্জের ছাতক থেকে মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে ও হবিগঞ্জের মাধবপুরের মনতলা সীমান্ত এলাকা থেকে অর্জুন লস্করকে গ্রেফতার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন