উচ্চ রক্তচাপের চিকিৎসা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।
এজন্য আজ রবিবার বিকেলে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের জন্য ‘রিফাইলিং অব প্রেসক্রিপশন ফর অ্যান্টি-হাইপারটেনসিভ মেডিকেশনস ফর রেজিস্টার্ড হাইপারটেনসিভ প্যাশেন্টস উইথ কন্ট্রোলড ব্লাড প্রেশার লেভেল ফ্রম কমিউনিটি ক্লিনিকস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।
সিলেটের চারটি উপজেলায় চলমান ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে উচ্চ রক্তচাপ শনাক্তকরণ, চিকিৎসা এবং ফলো-আপ সিস্টেমকে শক্তিশালী করণ’ পাইলট প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেয়া হচ্ছে।
প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, লাইন ডিরেক্টর (এনসিডি) ডা. হাবিবুর রহমান, লাইন ডিরেক্টর (সিবিএইচসি) ডা. সহদেব চন্দ্র রাজবংশী, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সুলতানা রাজিয়া এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক সোহেল রেজা চৌধুরী।
এর আগে সকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের এনসিডি কর্নার এবং গোলাপগঞ্জের ঘুগারকুল ও মুকিতলা কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখেন।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ সিলেটের ফেঞ্চুগঞ্জ, বিশ্বনাথ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করছে। এতে কারিগরি সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক রিজলভ টু সেইভ লাইভস (আরটিএসএল)। প্রকল্পের আওতায় বর্তমানে ওই চার উপজেলায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের এনসিডি কর্নার থেকে উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আবু জাফর