সিলেটে দীর্ঘদিন থেকে তেল ও পানির গ্যালনে চলছে দেশীয় চোলাই মদের ব্যবসা। এমন তথ্যের ভিত্তিতে শাহপরাণ থানাধীন উত্তর জাহারপুর থেকে র্যাব ময়না বিদাস (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিত র্যাব-৯ অতিরিক্ত পুলিশ সুপার সামিউল ইসলাম ও এএসপি আফসান আল আলমের সমন্বয়ে গঠিত র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার। এ সময় র্যাব তার কাছ থেকে ২৫০ লিটার চোলাই মদ উদ্ধার করে।
গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। গ্রেফতারকৃত বিদাস দক্ষিণ সুরমার সাধুরবাজারের মৃত বিদেষী রবি দাসের ছেলে।
এ ঘটনায় মাদক আইনে শাহপরাণ থানায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করে। মঙ্গলবার দুপুরে শাহপরাণ থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন