সিলেটে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই আসামিকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের সিলেট মহানগর হাকিম তৃতীয় আদালতে হাজির করা হলে বিচারক শারমিন খানম নিলা তাদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন- জালালাবাদ থানার রায়েরগাঁওয়ের নাসির উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২২) ও একই এলাকার তজম্মুল আলীর ছেলে মো. এখলাছ মিয়া (২০)। এর আগে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা পুলিশ আসামিদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন জানালে বিচারক তা দুইদিনের মঞ্জুর করেন।
এর আগে গত রবিবার ভোরে জসিম উদ্দিনকে সুনামগঞ্জের আক্তাপাড়া এলাকা থেকে ও মো. এখলাছ মিয়াকে সিলেট শহরতলীর কালাপাহাড় এলাকায় থেকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর সিলেটের শহরতলীর রায়েরগাঁও প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত প্রঞ্চম শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করেন জসিম ও এখলাছ মিয়া। পরে স্কুল ছাত্রীর বাবা ওই রাতেই জালালাবাদ থানায় দুজনকে আসামি করে মামলা করেন। মামলার ১৯ দিন পর গ্রেফতার হন অভিযুক্তরা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ