সিলেট নগরীর কাজলশাহ এলাকায় ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) যৌন নিপীড়নের দায়ে থানায় মামলা হয়েছে। বুধবার রাতে কোতোয়ালি থানায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে একজনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার এজহার নামীয় আসামি হচ্ছে- কাজলশাহ এলাকার অশুক খান (৫০) নামের এক ব্যক্তি।
বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের এক কর্মকর্তা। তিনি জানান, স্কুলছাত্রী কাজলশাহ এলাকার একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। গত ৮ আগস্ট অশুক খান নামের ওই ব্যক্তি স্কুলছাত্রীকে নানাভাবে যৌন নিপীড়ন করেছে। শুধু ওইদিন নয় একাধিকবার তাকে শরীরের বিভিন্নস্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন।পুলিশ মামলার আসামীকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রেখেছে।
এদিকে, বুধবার রাতে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে কাজলশাহ এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
বিডি প্রতিদিন/আরাফাত