মজুরি বৃদ্ধিসহ দুর্গা পূজার আগে নতুন মজুরি প্রদান ও বোনাস পরিশোধের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ সমাবেশ করেছে চা শ্রমিকরা।
বৃহস্পতিবার শহরের চৌমুহনা চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী যানবাহন বন্ধ থাকে।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালী সভাপতি বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি, খাইছড়া বাগান পঞ্চায়েত সভাপতি পুস্প পাইনকা, ডাকছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি বেহুলা তাঁতী প্রমুখ।
পরে শ্রমিকরা মিছিল করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলীপি প্রদান করে। সমাবেশে শহরতলীর চারটি চা বাগানের প্রায় তিন হাজার শ্রমিক অংশ নেয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন