সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিন (৩৪) নামে এক যুবককে হত্যার অভিযোগে থানায় মামলা করেছেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।
রবিবার রাতে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় তিনি মামলা দায়ের করেন।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় এজাহার নামীয় কোনো আসামি নেই।
বিডি প্রতিদিন/আবু জাফর