সিলেটের কোম্পানীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেল পর্যন্ত ওই কিশোরের পরিচয় সনাক্ত, হত্যাকান্ডের কারণ উদঘাটন বা এ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এর আগে, গতকাল রবিবার (৩১ জানুয়ারী) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার নয়াগাঙেরপাড় এলাকা থেকে কিশোরটির লাশ উদ্ধার করা হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল জানান, এখনও কিশোরটির পরিচয় সনাক্ত করা যায়নি। কিশোরটির মাথায়ও আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ