সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু হত্যা মামলার চার্জ গঠন পিছিয়েছে। বুধবার এক আসামি আদালতে উপস্থিত না হওয়ায় মামলার চার্জ গঠন পেছানো হয়। রুবেল আহমদ নামের ওই আসামি অন্য একটি মামলায় কারান্তরীণ রয়েছেন। আদালতের বিচারক মামলার চার্জগঠনের জন্য আগামি ১৬ ফেব্রুয়ারি ধার্য করেছেন। ওইদিন আদালতে মামলার সকল আসামিকে হাজির করারও নির্দেশ দেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহরীয়ার কবীর।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী জানান, বুধবার ছাত্রদল নেতা রাজু হত্যা মামলার চার্জ গঠন হওয়ার কথা ছিলো। রুবেল নামের এক আসামি আদালতে না আসায় বিচারক চার্জ গঠন না করে ১৬ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন। তবে আদালতে ওই মামলার আসামি কারান্তরীণ দিনার, সলিড ও মোর্শেদ উপস্থিত ছিলেন।
২০১৮ সালের ১১ আগস্ট সিটি নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন বিএনপির আরিফুল হক চৌধুরী। বিজয় মিছিল শেষে মেয়র আরিফের বাসা থেকে ফেরার পথে কুমারপাড়ায় নিজ দলের ক্যাডারদের হামলার শিকার হন ছাত্রদল নেতা ফয়জুল হক রাজু। ধারালো অস্ত্রের আঘাত ও গুলিতে মারা যান রাজু। এ ঘটনায় নিহতের চাচা দবির আলী বাদী হয়ে মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুর রকিব চৌধুরীকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর আবদুর রকিব চৌধুরী পালিয়ে যুক্তরাজ্যে চলে যান।
২০১৯ সালের ২৮ মে পুলিশ আবদুর রকিব চৌধুরী ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারসহ ২৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।
বিডি প্রতিদিন/ফারজানা