এক কেজি চা পাতার দাম ৫ হাজার ১০ টাকা। এ দাম শুনে যে কেউ অবাক হতে পারেন। কিন্তু না অবাক হওয়ার কিছু নেই, এটি আসলেই সত্য। আজ বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশে দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে ১৭তম নিলামে এক কেজি হোয়াইট টি বিক্রি হয়েছে ৫ হাজার ১০ টাকায়। নিলামে তোলা হয়েছিল মোট তিন কেজি চা। আর নিলাম থেকে এই চা কিনে নেয় সেলিম টি হাউজ।
নিলাম কেন্দ্রে থেকে জানা যায়, এবারই প্রথম শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে হোয়াইট টি অফারিং করা হয়েছে। শ্রীমঙ্গল টি ব্রোকার লি. এই হোয়াইটটি নিলামে তুলে। এটি ছিল বৃন্দাবন চা বাগানের চা।
শ্রীমঙ্গল টি ব্রোকার লি. এর এমডি হেলাল আহম্মদ বলেন, আমরা মাত্র তিন কেজি হোয়াইট টি পেয়েছিলাম। এতো দামে বিক্রি হবে তা আগে ভাবতে পারিনি। এই দাম পেয়ে আমি খুশি।
সেলিম টি হাউজ’র এর মালিক সেলিম আহম্মেদ বলেন, বাজারে হোয়াইট টি’র চাহিদা রয়েছে। তাই আমরা এতো বেশি দাম দিয়ে এই চা কিনেছি।
বৃন্দাবন চা বাগানের ব্যবস্থাপক মো.নাসির উদ্দিন খান বলেন, আসলে ভারতে মনোহরী টি কোম্পানী পরীক্ষামূলক এক কেজি হোয়াইট টি উৎপাদন করেছিল। সেই চা নিলাম থেকে টাটা কোম্পানী কিনেছিল ৭০ হাজার রুপি দিয়ে। তাদেরটা দেখে আমিও বাগানে আট কেজি হোয়াইট উৎপাদন করি। শ্রীমঙ্গল নিলামে ৩ কেজি চা বিক্রি হয়েছে ৫০ হাজার ১০ টাকা কেজি করে। এর আগে চট্টগ্রামে ৩৪তম নিলামে ৫ কেজি হোয়াইট টি বিক্রি হয়েছিল ৪ হাজার ৩০০ টাকা কেজি করে। তবে বাংলাদেশ এক সময় এই চায়ের দাম আরো অনেক বেশি পাওয়া যাবে বলে তিনি আশাবাদী।
বিডি প্রতিদিন/ফারজানা