নভেল করোনাভাইরাসের ১৩ হাজার ৫৫০ ডোজ টিকা সিলেটের বিশ্বনাথ উপজেলায় পৌঁছেছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে শীতাতপ নিয়ন্ত্রিত ভ্যানে করে সিলেট সিভিল সার্জনের কার্যালয় থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে টিকা। পরে এগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা।
হাসপাতাল সূত্র জানায়, এ উপজেলায় প্রথম ধাপে এসেছে ১ হাজার ৩৫৫ ভায়েল ভ্যাকসিন। প্রতি ভায়েলে ১০ জনকে দেয়া যাবে করোনার টিকা। সেই হিসেবে ১৩ হাজার ৫৫০ ডোজ করোনার টিকা এসেছে। সেগুলো বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে হাসপাতালে। নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা হয়েছে আলাদা ফ্রিজে।
টিকা প্রয়োগে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে তিনটি টিম । এর মধ্যে দুটি টিম কার্যকর ও অন্যটি থাকবে রিজার্ভ। প্রত্যেক টিমে ভ্যাকসিন প্রয়োগের জন্যে দু’জন আর স্বেচ্ছাসেবী থাকবে চারজন। অগ্রাধিকার ভিত্তিতে করোনাকালের সম্মুখসারির যুদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও ৫৫ বছরের উপরে দেশের সকল নাগরিক পাবেন করোনার টিকা। প্রথম ডোজ গ্রহণের ৪-৮ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে।
এ বিষয়ে কথা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, প্রথম ধাপে ১৩ হাজার ৫৫০ ডোজ টিকা আমরা পেয়েছি। সারা দেশের সাথে আগামীকাল (৭ ফেব্রুয়ারি) তালিকাভূক্তদের প্রয়োগ করা হবে এ টিকা। আগ্রহীরা অনলাইনে রেজিস্ট্রেশন করার পর, কখন কে টিকা পাবেন, সে তালিকা কেন্দ্র থেকে ক্রমান্বয়ে আমাদের কাছে আসবে। সে অনুযায়ী আমরা টিকা প্রয়োগ করবো।
বিডি প্রতিদিন/ফারজানা