সিলেটের বিশ্বনাথ উপজেলার সাধারণ মানুষকে উদ্ধুদ্ধ করতে করোনাভাইরাসের প্রথম টিকা নিয়েছেন পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ শামীম মুসা। আজ রবিবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ স্থাপিত টিকাদান কেন্দ্রে করোনার প্রথম ডোজ টিকা গ্রহণ করেন তিনি।
তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রথম টিকা নিতে পেরে আমি প্রফুল্ল। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রতি কৃতজ্ঞ। আমার পরে তিনিও টিকা নিয়েছেন। আমি সবার উদ্দেশ্যে বলছি, আসুন পর্যায়ক্রমে আমরা সকলেই ঠিকা গ্রহণ করি। এতে আমরা সবাই মিলে ভালো থাকবো।
এর আগে, কারোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ