সিলেটের শাহপরান থানাধীন নুরপুর এলাকায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ওমর ফারুক নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সে শাহপরান থানার ইসলামপুর এলাকার মো. আরজু মিয়ার ছেলে। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ধর্ষণের ঘটনায় কিশোরীর পিতা গত সোমবার রাতে শাহপরান থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ওমর ফারুককে।
ধর্ষণের শিকার কিশোরীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।
বিডি প্রতিদিন/আবু জাফর