আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন সিলেট মহানগরীর কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না ।
১১ কেভি রাজবাড়ী ফিডারের আওতাধীন সিলেট মহানগরীর রায়নগর, ঝরনারপাড়, দর্জিবন্দ, বসুন্ধরা, খরাদিপাড়া, তুলামিল, দপ্তরিপাড়া, মনিরের দোকান, বিরতি সিএনজি, মিতালী আবাসিক এলাকা, বৈশাখী আবাসিক এলাকা সেবক আবাসিক এলাকা, আবহাওয়া কার্যালয়, হাইওয়ে রেস্টহাউস ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের আগে মেরামতকাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। এ সময়ের মধ্যে ফিডারের জরুরি মেরামত ও ফিডার এলাকার গাছপালার শাখা-প্রশাখা কাটা হবে। বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামস-ই-আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।
জরুরি কাজে বিদ্যুৎ সরবরাহে সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন নির্বাহী প্রকৌশলী শামস-ই-আরেফিন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির