সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের সাথে সংঘর্ষে গ্রিন লাইন বাসের হেলপার নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেটের ওসমানীনগর থানাধীন গোয়ালাবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু মিয়া (৩৫) পটুয়াখালি জেলার বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক জানান, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে গ্রিন লাইন বাসের চালকের জন্য দুর্ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, সংস্কার কাজ চলায় রাতে মহাসড়কে ট্রাকের দীর্ঘ লাইন ছিল। এসময় ঢাকাগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাস সামনের একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
এদিকে, মঙ্গলবার সিলেট পাসপোর্ট অফিসের সামনে সিএনজি অটোরিকশাকে চাপা দেয় একটি ট্রাক। এতে অটোরিকশা যাত্রী মা ও ছেলে আহত হন। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ