জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সুনামগঞ্জে ৬৬০ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করেছে জেলা পরিষদ।
আজ বুধবার বেলা ১১ টায় জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা স্মারক হিসেবে শাড়ি, লুঙ্গি, মাস্ক ও হাত ধোয়ার সাবান উপহার দেন জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব সৈয়দা সমশাদ বেগম।
বিডি প্রতিদিন/ফারজানা