আওয়ামী লীগের শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সভাপতি ও শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন স্মরণে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল নাগরিক কমিটির আয়োজনে শুক্রবার রাতে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এই স্বরণসভা অনুষ্ঠিত হয়। স্বরণ সভার প্রথম পর্বে 'মুক্তিযুদ্ধে ইসমাইল হোসেন' শীর্ষক গোলটেবিল বৈঠকে অনুষ্ঠিত হয়। নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মূয়ীজুর রহমান’র সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক মো. কাওছার ইকবালের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে আলোচনায় অংশ নেন অধ্যাপক লোকেশ চন্দ্র্র দেব, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, বীর মুক্তিযোদ্ধা আবু শহীদ মো. আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির চানু, বীর মুক্তিযোদ্ধা ডা. রতি কান্ত রায় প্রমূখ।
বিডি প্রতিদিনি/হিমেল