সিলেট জজকোর্টেরর সিনিয়র আইনজীবী ও বিভাগীয় স্পেশাল জজ আদালত সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মনির উদ্দিন মারা গেছেন।
তিনি গত কয়েকদিন থেকে করোনায় আক্রান্ত হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন। তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনির উদ্দিন মারা গেছেন। তিনি গত ২ দিন থেকে আইসিইউতে ভর্তি ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত