সিলেটের বিশ্বনাথে এক নারীর ফেসবুক আইডি হ্যাক করে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে অজ্ঞাত হ্যাকাররা। তার ব্যক্তিগত ছবির সাথে অশ্লীল ছবি জুড়ে দিয়ে একের পর এক পোস্ট করছে তারা। এ ঘটনায় বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী নারী।
উপজেলার বিশ্বনাথেরগাঁও গ্রামের কাতার প্রবাসী জোনাব আলীর স্ত্রী সাফিয়া বেগম সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, ‘Alamin bapasha ও Samina akther’ নামীয় দুটি ফেসবুক আইডি ব্যবহার করতেন। গেল ৫-৬ দিন থেকে তার এই দুটি আইডি হ্যাক করে তাকে ফাঁদে ফেলার চেষ্টা চালায় অজ্ঞাত ব্যক্তিরা
তিনি ও তার আত্মীয়দের ছবি ব্যবহার করে একাধিক অশ্লীল পোস্টও দেয় তারা। এতে সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছেন বলে জানিয়েছেন ওই নারী।
এ বিষয়ে কথা হলে জিডির তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই অমিত সিংহ বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই